আমাদের দেখা না হওয়াই উচিত | | সাইফুল ইসলাম
আমাদের যেদিন শেষ দেখা হলো
চায়ের কাপে তোর ঠোঁটটা কাঁপছিল থরথর করে,
কী এক অব্যক্ত কথার ফুলকি ছিলো মনে,
আমি ঠিক টের পাচ্ছিলাম,
পালিয়ে যাবার একটা তীব্র আকুতি আর্তচিৎকার হয়ে বেরিয়ে আসতে চাইছিল,
কত মায়া, কত আশা, কত ভালোবাসা ভর করেছিল সেই চোখ দুটিতে,
আমি ঠিক বুঝতে পেরেছিলাম,বন্ধু-
আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমাদের আর দেখা হবে না, আমাদের দেখা না হওয়াই উচিত।
মাঠের পর মাঠ সারারাত শরীরে আলুথালু জোছনা মেখে আমরা যখন অবসন্ন হয়ে বাড়ি ফিরলাম সেদিনও তোর চোখে আমি অমরাবতীর মায়া দেখেছিলাম।
সেদিন বুঝেছিলাম আমাদের আর দেখা হবে না, আমাদের দেখা না হওয়াই উচিত।
কত মানুষ আমার চারদিকে ঘুরে বেড়ায় রোজ রোজ,
তাদের কারো কারো চোখে প্রচণ্ড মায়া লেগে থাকে, কারো চোখে বিষন্ন মায়া হরিণির কায়া,
এতশত চোখের মাঝে আজও আজও আমি খুঁজে ফিরি সেই অপমৃত্যুর কামনা আকড়ে থাকা তোর দুই চোখ,
যে চোখে চোখ তুলে চাইলেই বুঝতে পারতাম, আমাদের দেখা হবে না কোনোদিন, আমাদের আর দেখা না হওয়াই উচিত।
সময় জার্নাল/আরইউ